শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে পানিতে ডুবে শিশু জিসান নামের (৮) আট বছরের ছেলের মৃত্যু হয়েছে । জিসান ধনুয়া গ্রামের তরমুজের পাড় এলাকার হারুনের ছেলে। জিসান বাড়ির পাশে অবস্থিত হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ।
সোমবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়িতে আসার পর থেকে সে নিখোঁজ । অনেক খোঁজাখুঁজি করার পরও না পেয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে জুতা পড়ে থাকতে দেখে সবার মনে সন্দেহের সৃষ্টি হয়। সন্দেহ বশত: এলাকার মানুষ খুজাখুজি শুরু করে পুকুরে ।
এলাকাবাসীর সূত্র থেকে জানাযায়, পুকুর থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পেট থেকে পানি বের করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেও বাচানো যায়নি। অনেকের ধারণা মৃত অবস্থায় জিসানের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে । জিসানের মৃত্যুতে পরিবারের সদস্য সহ এলাকায় চলছে শোকের মাতম।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.