গাজীপুরে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবুল কাশেমের নিহতের ঘটনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে শহীদ মিনার থেকে একটি কফিন মিছিল বের করেন ছাত্র-জনএর আগে বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর আবুল কাশেম।
এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে কাশেমের জানাজার সময় ও কফিন মিছিলের কথা জানান। হাসনাতের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ বীর কাশেমের জানাজা ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই।
হাসনাত স্ট্যাটাসে আরও লেখেন, একইসঙ্গে সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল। সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় অন্তত ১৬ জন আহত হন। এর মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর থাকায় তাদের ঢাকা মেডিকেলে আনা হয়।তা।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.