• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
  • [কনভাটার]

‘জাতীয়তাবাদে বিশ্বাসীদের ত্যাগ স্বীকার করতে হয়েছে’

নিজস্ব প্রতিবেদক। অনলাইন সংরক্ষণ / ৪১ জন দেখেছে
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুজ্জামান নাহিন বলেছেন, দীর্ঘদিন এই এলাকার জাতীয়তাবাদে বিশ্বাসীদের বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি নিজেও রিমান্ডে ছিলাম, একাধিকবার জেল খেটেছি, মামলার শিকার হয়েছি। ইনশাআল্লাহ এখন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে এবং এই গণতন্ত্র এখন যেন বেশি বিকশিত হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মাদারীপুরের কালকিনি-ডাসার উপজেলায় দুই শতাধিক মোটরসাইকেল, প্রাইভেটকার এবং বিপুল নেতাকর্মীদের নিয়ে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ ছাত্র-জনতা এবং বিগত সরকারের আমলে নির্যাতিত ও বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেকামরুজ্জামান নাহিন বলেন, এই অঞ্চলে যারা দীর্ঘদিন ত্যাগ, নির্যাতনের শিকার হয়েছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং এখানে যারা শিক্ষার্থী আছে বিশেষ করে ছাত্র-জনতার এই আন্দোলনে যে ভূমিকা ছিল তাদের মনের কথা শুনতে আসছি।

জানা যায়, কামরুজ্জামান নাহিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি বেশ কয়েকবার বিগত সরকারের পুলিশ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। দফায় দফায় তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। ছাত্রলীগের হাতেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেগণসংযোগকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে উপজেলার মিয়ার হাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮