ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, তেঁতুল গাছে মিষ্টি ফল আশা করা যায় না। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ঘুষখোর, ধর্ষক, চাঁদাবাজ রেখে দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত করতে হলে শুধু নেতা পরিবর্তন করলে হবে না; নীতিরও পরিবর্তন করতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই এসব কথা বলেমুফতি ফয়জুল করিম বলেন, ইসলাম বাদ দিয়ে ইসলামী আন্দোলন হয় না। অনেকে নিজেদের ইসলামী আন্দোলন দাবি করলেও একই মঞ্চে নারী-পুরুষের সমাগম, ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এটা গ্রহণযোগ্য নয়।
সম্মেলনে পূর্বের কমিটি ভেঙে দিয়ে মুফতি শামছুদ্দোহা আশরাফীকে সভাপতি ও মাহমুদুর রহমান হাসিবকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ জেলা কমিটি এবং নুরে আলমকে সভাপতি ও শাহ্ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেন মুফতি ফয়জুল করিম।
ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মাওলানা নূরুদ্দীন হামিদীর সভাপতিত্বে লাকসাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, কার্যনির্বাহী সদস্য আলহাজ সেলিম মাহমুদ, মুফতি সামছুদ্দোহা আশরাফী, শ্রমিক আন্দোলন আন্দোলন সাংগঠনিক সম্পাদক আলহাজ কামাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল হালীম রাফি, কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, ডা. আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দক্ষিণ জেলা শ্রমিক আন্দোলন সভাপতি নেছার উদ্দিন সুমন, যুব আন্দোলন দক্ষিণ জেলা সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন, জেলা ছাত্র আন্দোলন সভাপতি সালাহুদ্দিন শিহাব প্রমুখ।ন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.