• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:১১ অপরাহ্ন
  • [কনভাটার]

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভালুক গাজীপুর সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদক / ৩৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা ৫টি এশিয়ান কালো ভালুক গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা স্বপ্নপুরী পার্ক থেকে ভালুকগুলো উদ্ধার কবন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, অভিযানের সময় স্বপ্নপুরী পার্ক থেকে ভালুক ছাড়াও আরও ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, ৫টি রাজধনেশ, দুটি শজারু ও একটি ভোদর। এগুলোর মধ্যে কেবল ৫টি ভালুক সাফারি পার্কে পাঠানো হয়েছে। উদ্ধারের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখাঅসীম কুমার মল্লিক বলেন, এর আগে গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপে অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশিরভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বলেন, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনিত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে প্রাণীগুলো সাফারি পার্কে আনা হয়েছে। এগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।না।রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮