বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বগুড়ায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল।
গতকাল ফাইনালে দলটি বিট মডেল স্কুলকে ১০ উইকেটে পরাজিত করে। শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে বিট মডেল স্কুল প্রথমে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স স্কুলের বোলারদের আগ্রাসী বোলিংয়ে ২৭.১ ওভারে ৭৩ রানে অলআউট হয়। সর্বোচ্চ ২৪ রান আসে অতিরিক্ত খাত থেকে। ২১ রান করে ওপেনার শিহাব। পুলিশ লাইন্স স্কুলের আকাশ ১৯ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষ দলকে ধসিয়ে দিয়েছে। তামিম ২ উইকেট নিয়েছে। জবাবে পুলিশ লাইন্স স্কুলের দুই ওপেনার আকাশ এবং রিয়াদ মাত্র ৮.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে। আকাশ ২৭ এবং রিয়াদ ৪৫ রানে অপরাজিত থাকে। বল হাতে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে অপরাজিত ২৭ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের আকাশ। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের পুরস্কার জিতেছে পুলিশ লাইন্স স্কুলের সাকিব এবং সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পেয়েছে করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের প্রত্যয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেএ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, প্রাইম ব্যাংক বগুড়া শাখার ইনচার্জ শাহ মো. আবু সালেহ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, জুলাই
ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত ক্রিকেটার নুরুল্লাহ, শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা ক্রিকেট কোচ মাহমুদ হাসান রিফাতসহ উভয় স্কুলের শিক্ষকবৃন্দ।ন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.