• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]

রুমিন ফারহানার বাসায় শিবির-সমন্বয়কদের হামলার বিষয়ে কী জানা গেল

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৪১ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার বাসায় ছাত্রশিবির ও সমন্বয়কদের হামলার দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েরিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, আলোচিত ভিডিওটি রুমিন ফারহানার বাসায় হামলার সাম্প্রতিক কোনো দৃশ্য নয়। এটি গত বছরের আগস্টে আওয়ামী সরকারের সময়ে রুমিনের বাসায় হামলার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো লক্ষ্য করা যায়। পরবর্তীতে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

রিউমর স্ক্যানার জানায়, ভিডিওতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে বলছেন, ‘তারা ইতোমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে।’ এ থেকে প্রতীয়মান হয় তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বুঝিয়েছেন। এ ছাড়া ৩ আগস্ট দিবাগত রাতে একদল যুবক লাঠি হাতে তার বাসার সামনে গিয়ে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা তার ফেসবুক একাউন্ট থেকেও এ হামলা সংক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন শেয়ার করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তাছাড়া, পুরোনো এই ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা সমন্বয়কদের সংশ্লিষ্টতার অভিযোগও রুমিন ফারহানা বা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। সুতরাং পুরোনো ভিডিওকে রুমিন ফারহানার বাসায় সাম্প্রতিক হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮