• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]

সন্তোষ শর্মার ব্যাংক অ্যাকাউন্টে ৫৮ কোটি টাকার তথ্য সঠিক নয়

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক আমার দেশ পত্রিকায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ‘শ্যামল দত্তের ব্যাংক অ্যাকাউন্টে ১০৪২ কোটি টাকা লেনদেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশে কালবেলা সম্পাদক-প্রকাশক সন্তোষ শর্মার নামে ৯টি ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করা হয়েছে যা সঠিক নয়। কালবেলা মিডিয়া লিমিটেডের পরিচালক হিসেবে যৌথ অ্যাকাউন্টের তিনি একজন স্বাক্ষরকারী মাত্র। দৈনিক কালবেলার অ্যাকাউন্টের যৌথ স্বাক্ষরকারী হলেন- কালবেলার বিনিয়োগকারী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস এবং সাংবাদিক-কর্মচারীদের পক্ষে সম্পাদক হিসেবে সন্তোষ শর্মা। প্রকাশিত প্রতিবেদনে মূলত কালবেলা মিডিয়া লিমিটেড নামক কোম্পানির অ্যাকাউন্টের লেনদেনকে সন্তোষ শর্মার ব্যক্তিগত লেনদেন হিসেবে চালানো হয়েছে। এ প্রতিবেদনে সন্তোষ শর্মার সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্তোষ শর্মার ৯টি অ্যাকাউন্টে ৫৮ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এ তথ্যটি সঠিক নয়। মূলত তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ২০১০ সালের মে মাস থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ১৪ বছরে লেনদেন হয়েছে ৫ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৬৩২ (চেক ডিজঅনারসহ) টাকা। বর্তমানে এ অ্যাকাউন্টে জমা রয়েছে ৩৪ হাজার ৬১৮ টাকা। ওই অ্যাকাউন্টে ৫ আগস্টের আগে জমা ছিল ৭৬ হাজার ৯৩৪ টাকালবেলা মিডিয়া লিমিটেডের অধীনে যৌথ অ্যাকাউন্টে সন্তোষ শর্মার সিগনেটরি অথরিটি রয়েছে। সেই অ্যাকাউন্টের লেনদেন তার ব্যক্তিগত নয়। কালবেলার অ্যাকাউন্টে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডিজঅনার চেকসহ মোট জমার পরিমাণ ৫৬ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৯৪১ টাকা। বর্তমানে এই অ্যাকাউন্টে জমার পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ২২০ টাকা। কোম্পানি পরিচালিত এই অ্যাকাউন্টে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ডিজঅনার চেকসহ জমা হয় ৫৪ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৮৪৬ টাকা। ওই সময় পর্যন্ত ব্যাংকে জমা ছিল ২০ লাখ ৮৯ হাজার ৬৩৯ টাকা। কালবেলা মিডিয়া লিমিটেডের এই লেনদেনের সঙ্গে সন্তোষ শর্মার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ দৈনিক কালবেলার যাবতীয় লেনদেন এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়।

৫ আগস্টের পর থেকে সন্তোষ শর্মাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং মানসিকভাবে চাপে রাখার নানাবিধ চেষ্টা অব্যাহত আছে। এর অংশ হিসেবে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারসহ সন্তোষ শর্মা সম্পর্কে পরিবেশন করা হচ্ছে অসত্য ও বানোয়াট তথ্য। দৈনিক কালবেলার সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ ধরনের অযৌক্তিক এবং বাস্তবতা বিবর্জিত প্রচারণার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮