বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সম্বর কৃষ্ণ মন্ডল শম্ভুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও মি. নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই শোক প্রকাশ করেন।তারা বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায় আন্দোলনের একজন সক্রিয় নেতাকে আমরা হারালাম। নেতারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
গত ১১ ফেব্রুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাগেরহাটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন সম্বর কৃষ্ণ মন্ডল শম্ভু। ওঁ দিব্যান লোকান স গচ্ছতু।