• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

গাজীপুরকে ইসলামের দুর্গে পরিণত করতে হবে : গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৪৬ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গাজীপুর মহানগরকে ইসলামের দুর্গে পরিণত করতে হবে। এজন্য প্রত্যেক ইউনিট প্রতিনিধিকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের রাজনৈতিক, সাংগঠনিক ও দ্বীনি যোগ্যতা বৃদ্ধি করতে হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনো কাজেই গাফিলতি করা যাবে না। প্রত্যেক নেতাকর্মীকে পক্ষপাতমুক্ত জীবনযাপন করতে হবে এবং প্রতিটি কাজে আল্লাহকে হাজির-নাজির জেনে কাজ করতে হবে। মৃত্যু নিশ্চিত জেনেই ইসলামের দাওয়াতি কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আজকের সম্মেলন প্রমাণ করেছে জামায়াতের শিকড় কতটা গভীরে। ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজকের সম্মেলন মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যা আল্লাহর অশেষ রহমত। আমাদের উচিত, বেশি বেশি দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের আদর্শকে ছড়িয়ে দেওয়া।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করে না, বরং সমাজ ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য সংগ্রাম করে।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমাদের সবাইকে দ্বীনি দাওয়াতি কাজ এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্বশীলদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতিতে তারা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। গাজীপুরের প্রতিটি এলাকায় দাওয়াতি কাজ আরও গতিশীল করতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. অধ্যক্ষ মাওলানা মো. খলিলুর রহমান মাদানী, গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম (গাজীপুর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী), কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হোসেন আলী, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন ও মো. আজহারুল ইসলাম। সম্মেলনে অংশগ্রহণকারীরা জামায়াতের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আরও সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮