জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিজস্ব পদ্ধতিতে ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (১৫ জানুয়ারি)। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে হবে এ পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৯৭৪ জন। বিপরীতে আসন সংখ্যা ৭৮৫টি। আসনপ্রতি লড়বেন ৫৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন বলেন, অনেকের জিপিএ মার্কস একই হওয়ায় তাদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এজন্য এই ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজারের বেশি।
পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের জন্য থাকবে ২৪ নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য থাকবে ৪৮ নম্বর। পরীক্ষার বিষয় থাকবে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এ ছাড়া এসএসসি পরীক্ষার ভিত্তিতে ১২ ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৬ নম্বর যুক্ত হবে।
ভর্তিতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন ৫০৫টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিন্য ১৩০টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭৫টি আসন রয়েছে। এ ছাড়া সংগীত ও নাট্যকলা বিভাগের ৭৫টি আসন সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
বি ইউনিটের সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত ও বহুনির্বাচনি পরীক্ষার ফলাফলের মেধাতালিকার ভিত্তিতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় অন্তত ২০ নম্বর পেতে হবে এ বিভাগের ভর্তিচ্ছুদের। লিখিত, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। ব্যবহারিক পরীক্ষার ফি ও সময়সূচি https://admission.jnu.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.