ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নাসিমা আক্তার নামে এক নারী নৃশংসভাবে ছেলের হাতে খুন হয়েছেন। শয়নকক্ষের বিছানায় তার রক্তাক্ত লাশ পড়েছিল। এ ঘটনায় নাসিমার ছেলে সিয়ামকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খুন হওয়া নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী।
জানা যায়, নাসিমা আক্তারের স্বামী ও ছেলে শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতেই তার লাশ পড়ে আছে। দেখা যায়, ধারালো অস্ত্রের আঘাত ও চেহাইট দিয়ে তাকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ আসে। সিয়াম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় ইউপি মেম্বার মুসা মিয়া কালবেলাকে জানান, সিয়াম মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভ থেকে মাকে সে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন কালবেলাকে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। হত্যাকাণ্ডে জড়িত সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.