• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
  • [কনভাটার]

ভারতকে এফ৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ৩০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে ট্রাম্প ভারতে এফ৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন এবং দুই দেশের মধ্যে শিগগিরই লাভজনক বাণিজ্য চুক্তি হওয়ার আশা প্রকাশ করেছেন।

সাক্ষাতের পর মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এ বছর ভারতে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানো হবে। আমরা এফ৩৫ বিমান বিক্রির দিকে এগোচ্ছি। তিনি আরও বলেন, ভারত ন্যাটোর মিত্র দেশ ইসরায়েল ও জাপানের মতো এফ৩৫ বিমান কেনার অনুমতি পাবে।মোদি বলেন, দুই দেশের মধ্যে শিগগিরই একটি বড় বাণিজ্য চুক্তি হবে। তিনি আশা করেন, নতুন ব্যবসায়িক চুক্তি, শুল্কে ছাড় এবং চীনের সঙ্গে সহযোগিতা বাণিজ্যযুদ্ধ থামাতে সাহায্য করবে।

মোদি উল্লেখ করেন, জাতীয় স্বার্থ সবকিছুর উপরে রাখা উচিত- এটা তিনি ট্রাম্পের কাছ থেকে শিখেছেন। তিনিও ভারতের জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

এ ছাড়া ভারতীয় কর্মকর্তারা জানান, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), যুদ্ধযান ও জেট ইঞ্জিন ক্রয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন কৃষিপণ্য রপ্তানি, পারমাণবিক শক্তি ও অন্যান্য খাতে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করা হতে পারে। ট্রাম্প আশা করছেন, এ বছরের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি হবে।

এ সময় ট্রাম্প ভারতের কাছ থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আরও সাহায্য চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮