বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে নিহত শহিদ হাসানের (২০) গায়েবানা জানাজা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ক্যাম্পাসে গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। এ সময় শহিদ হাসানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উপদেষ্টাদের কাছে আহ্বান জানান।
শিক্ষার্থীরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল গণহত্যাকারীদের নিষিদ্ধ করা। হতাহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বিপ্লবীদের স্বীকৃতি দেওয়া। কিন্তু অন্তর্বর্তী সরকার এর কিছুই করেনি। বরং সুশীলতার কারণে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের পুনর্বাসন করছে। যারা হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করেছে তাদের নিষিদ্ধ না করা মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা। তাই আমরা চাই অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। যতদিন পর্যন্ত এদের শাস্তির মুখামুখি করা হবে না আমরা প্রতিবাদ করে যাব। গুম, খুন, দুর্নীতি ও স্বৈরাচারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.