• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

শিফটভিত্তিক প্রকাশিত হবে জবির ভর্তি পরীক্ষার ফলাফল

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৪৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল শিফটভিত্তিক প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সে ক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদাভাবে প্রকাশ করা হবে। উপস্থিতির সমানুপাতিক হারে প্রতিটি শিফটের জন্য পৃথক ফলাফল ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করে অতি দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরু করার। আমাদের লক্ষ্য পরীক্ষার ১৫ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা।’

উপাচার্য জানান, আজ সকাল সাড়ে ৯টায় শান্তিপূর্ণভাবে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার ৮৫ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে আমরা স্বাধীনভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে চেয়েছি। আমরা সব দিক থেকে সহায়তা পেয়েছি এবং এই পদ্ধতিতে আমরা সন্তুষ্ট। এই প্রক্রিয়ায় সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, এবার ‘ডি’ ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৩৯ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ শিক্ষার্থী।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর) প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ‘ডি’ দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এই ইউনিটের পরীক্ষায় চারটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে- বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮