বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, আপনারা যত দ্রুত সম্ভব অল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন, সাধারণ জনগণ নির্বাচন চায়। গত ১৭ বছরে কী উন্নয়ন হয়েছে, হ্যাঁ উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর চুরি হয়েছে। তাই উন্নয়নের সঙ্গে যদি থাকতে হয় তবে ধানের শীষের সঙ্গেই থাকতে হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বরগুনায় বামনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, জাতিসংঘ বলেছে- ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুলি করে মারা হয়েছে। দেশের ব্যাংকগুলোর টাকা পাচার করে লুট করে নিয়েছে, নির্বাচনের নামে মানুষকে জিম্মি করে দিনের ভোট রাতেই করেছে ক্ষমতার লোভে। ক্ষমতায় টিকের থাকার জন্য ফ্যাসিস্ট হাসিনা ৫০ হাজার মানুষকে গুলি করে আহত করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলার বুকাবুনিয়া, বামবা সদর, রামনা ও ডৌয়াতলা ইউনিয়নে এ কর্মিসভার আয়োজন করে দলটির উপজেলা ও ইউনিয়ন নেতারা।
কর্মিসভাগুলোতে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবীর হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ রুহুল আমীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.