ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে জিম্মি মুক্তি স্থগিত করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার উপক্রম হয়। তবে শঙ্কা কাটিয়ে ৩৬৯ ফিলিস্তিনি বন্দি মুক্তির শর্তে হামাস ও ইসলামিক জিহাদ তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ তারা মুক্তি পাবেন।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। হামাস প্রতিশ্রুতি পালন করবে বলে ইসরায়েলি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছে। ইসরায়েলি জিম্মিদের হস্তান্তরের জন্য দক্ষিণ গাজার খান ইউনিসে হামাস একটি মঞ্চ তৈরি করেছে। সকালেই মঞ্চটি নির্মাণ শেষ হয়।
মঞ্চে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের পতাকা, পাশাপাশি প্রচারণামূলক পোস্টার রয়েছে। যার মধ্যে রয়েছে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের জেরুজালেমের টেম্পল মাউন্টের ডোম অফ দ্য রকের দিকে তাকিয়ে থাকা একটি ছবি। সেখানে ইংরেজি, হিব্রু এবং আরবিতে লেখা ‘জেরুজালেমে ছাড়া আর কোথাও অভিবাসিত হবেন না’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীদের পুনর্বাসনের আহ্বানের প্রতি তীব্র সমালোচনা করে এই পোস্টার তৈরি করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড একটি টেলিগ্রাম পোস্টে তিন জিম্মির নাম প্রকাশ করে।
মুক্তি পেতে যাওয়া এই তিন জিম্মির নাম হলো আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক সাগুই ডেকেল-চেন, রাশিয়ান বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক আলেকজান্ডার ‘সাশা’ ট্রুফানভ এবং আর্জেন্টিনা বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক ইয়ের হর্ন।
এই তিন জিম্মি ২০২৩ সালের অক্টোবর মাসে গাজার সংঘর্ষের সময় বন্দি হন। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিসর এবং কাতারের মধ্যস্থতাকারীরা এই তিনজনের মুক্তির তালিকা হামাসের কাছ থেকে পেয়েছে এবং তারা নিশ্চিত করেছে যে, এই তিন জিম্মি আগামী শনিবার মুক্তি পাবেন।
ইসরায়েল আরও জানিয়েছে, তিন জিম্মির পরিবারের সদস্যদের ইতোমধ্যে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে শনিবার ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এসব বন্দি ৭ অক্টোবর ২০২৩ তারিখে ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক হন। তাদের মধ্যে ৩৩৩ জন সাধারণ বন্দি এবং ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছে।
ফিলিস্তিনের প্রিজনার মিডিয়া অফিসের মতে, এ পর্যন্ত প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তির প্রক্রিয়া চলছে। এই বন্দিরা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর অভিযোগ ছাড়াই দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন। ইসরায়েলি সরকার শনিবার ৩৬৯ জন বন্দি মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.