• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন মেনে নেবে না’

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সিটি মেয়র মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে বিএনপি অন্যকোনো নির্বাচন মেনে নেবে না। ভোটে যে দল জয়লাভ করবে, তারাই স্থানীয় নির্বাচনসহ অন্য নির্বাচনগুলো করবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার প্রাঙ্গণে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হয়ে তিনি এসব কথা বলেন।মো. আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতীর সামনে নির্বাচন দিন ঘোষণা দিতে হবে। দেশের স্বার্থ ও গণতন্ত্রবিরোধী যে কোনো কর্মকাণ্ড জনগণ রুখে দেবে।’

তিনি বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের মতো না হয়ে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।’সিলেটের সাবেক মেয়র নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে জনগণের রায় পেতে কাজ করতে হবে। যাকে দল মনোনয়ন দেবে তাকে জনগণের ভোটে নির্বাচিত করে নিয়ে আসতে হবে। দলের কোনো নেতাকর্মী দখলবাণিজ্য ও চাঁদাবাজিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের দোসরদের নানা চক্রান্তের অপচেষ্টা প্রতিহতের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮