• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]

ঢাকা-২ আসনে মাদক ও চাঁদাবাজির স্থান নেই : আমান উল্লাহ আমান

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ঢাকা-২ আসনে মাদক ও চাঁদাবাজির কোনো স্থান নেই। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মাদক ও চাঁদাবাজি সম্পর্কে তুলে ধরে মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-২ গঠনে অবদান রাখুন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী বাহেরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, ভাকুর্তা, তেঁতুলঝোড়া, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর এলাকাকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করছি। এখন থেকে এসব এলাকায় যদি কেউ মাদকসেবন করে বা বিক্রি করে তবে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কেউ চাঁদা দাবি করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজের স্থান ঢাকা-২ আসনে হবে না। যদি আমার দলের নেতাকর্মীও মাদক এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি নুরুল মমিনের সভাপতিত্বে ও ভাকুর্তা ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল আলম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি শামীম আহসান, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮