আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের অভিযোগে খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি ও ২৩ নম্বর যুবলীগের সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে খুলনা নগরীর এপিসি স্কুল ডালমিল গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খায়রুল ডালমিল এলাকার খলিলুর রহমানের ছেলে।পুলিশের একটি সূত্র জানায়, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতারা একযোগে কাজ করছে। তারই অংশ হিসেবে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। সরকারবিরোধী লিফলেটও বিতরণ করছে। জনসমর্থন নেওয়ার জন্য তারা বিভিন্ন পত্রিকার পাতার মাঝে লিফলেট বিতরণ করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে সব পত্রিকার মধ্যে লিফলেট বিতরণের অভিযোগে পুলিশ খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি ও ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময়ে তার কাছ থেকে সরকারবিরোধী বক্তব্য সংবলিত লিফলেট উদ্ধার করা হয়।সূত্রটি আরও জানায়, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিফলেটটি কোথা থেকে তার কাছে এলো সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈয়মুর আলম বলেন, খায়রুল সরকারবিরোধী লিফলেট বিতরণ করছে। জনসমর্থন নেওয়ার জন্য তারা বিভিন্ন পত্রিকার পাতার মাঝে লিফলেট বিতরণ করছে। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.