• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]

ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত বেড়ে ৭

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩০ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ফেনীতে একটি পিকআপভ্যানের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় সাত ঢালাই শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।মহীপুর হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত শ্রমিকরা জানান, চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ফেনী ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পরপরই লেমুয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছেন নির্মাণ শ্রমিকরা। পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে নিহতদের পরিচয় জানতে।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান বলেন, সন্ধ্যার পরপরই দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। বাকি দুজনের লাশ অন্য হাসপাতালে নেওয়া হয়েছে জানতে পেরেছি।

ওসি হারুনুর রশিদ বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পিকআপভ্যানটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮