কুষ্টিয়া শহরে দাদীর হাত ধরে স্কুলে যাওয়ারর পথে স্যালো ইঞ্জিনচালিত বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহীম ইসলাম স্বপ্নিল নামে এক শিশু নিহতের পর এবার বাবার ভাত দিতে গিয়ে সেই একই যানের ধাক্কায় জেলার দৌলতপুরে নিহত হলো শাকিব হোসেন নামে আরো এক শিশু।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটেশাকিব উপজেলার তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের আকবর মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবাকে খাবার দিয়ে স্কুলছাত্র শাকিব হোসেন সাইকেল চালিয়ে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত ইটভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করেন।।দুর্ঘটনার বিষয় দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা কালবেলাকে জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ট্রলিটিকে জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে।
গতকাল রোববার সকাল সোয়া ৮টার দিকে কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে দাদীর হাত ধরে স্কুলে যাওয়ার সময় বালুভর্তি স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানের ধাক্কায় প্রাণ হারায় প্রতীতি বিদ্যালয়ের প্লে-শ্রেণির শিক্ষার্থী ইব্রাহীম ইসলাম স্বপ্নিল। গুরুতর আহত হন দাদি আনোয়ারা বেগম।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.