রমজান শুরুর তারিখ জানিয়েছে কিরগিজস্তান। দেশটি জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে রমজান মাসের শুরু হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কিরগিজ ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় রোজার তারিখের অনুমোদন করেছে। ২০২৫ সালের ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আর ২৮ ফেব্রুয়ারি সারা দেশের মসজিদে তারাবিহ নামাজ পড়া হবে।
এর আগে গালফ নিউজ জানায়, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ইসলামিক বিশ্বে আগামী ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে। তবে খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষে প্রত্যেক দেশ রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেন, পশ্চিম এশিয়া, আফ্রিকার প্রায় সব অঞ্চল এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে টেলস্কোপে রমজানের অর্ধচন্দ্র দেখা যাবে। আর আমেরিকার বৃহৎ অংশে খালি চোখে রমজানের চাঁদের দেখা মিলবে।
২৮ ফেব্রুয়ারি ইসলামিক দেশগুলোতে চাঁদ দেখা ও রমজান শুরুর বিষয়ে তিনি বলেন, সূর্য অস্ত যাওয়ার পর আকাশে চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করে বেশিরভাগ মুসলিম দেশ পরের দিন রমজান শুরুর ঘোষণা দিবে।
আরবি ক্যালেন্ডারে রমজান নবম মাস। ইসলামে রোজা ফরজ ইবাদত। রমজানে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এটি ইসলামে ইবাদতের অন্যতম মৌসুম হিসেবেও পরিচিত।
মূলত উন্নত জ্যোতির্বিদ্যার কারণে এখন আগে থেকে চাঁদ দেখার বিষয়ে তথ্য জানাতে পারেন জ্যোতির্বিদরা। তবে নির্দিষ্ট দিনে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.