এই প্রশ্নটা কি করতেই হবে?’—সাকিব আল হাসান প্রসঙ্গ উঠতেই মেজাজ হারিয়ে বসলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। চোখে-মুখে স্পষ্ট বিরক্তি নিয়ে তর্জনী উঁচিয়ে বলে উঠলেন, ‘এনি মোর কোশ্চেন?...সাকিবের সম্পর্কে?’ অর্থাৎ সাবেক অধিনায়ককের বৈঠকে সাকিব ছিলেন কি না—এমন প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করেন তিনি। পরে অবশ্য কথা শেষ করেই স্থান ত্যাগ করেন বিসিবির এই পরিচালক।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বৈঠকে অন্য পরিচালকদের মধ্যে ছিলেন নাজমুল আবেদীন ও আকরাম খান। এ সময় সাবেক অধিনায়ককের মধ্যে সেখানে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস। এ ছাড়াও বর্তমান ক্রিকেটারদের মধ্যে ছিলেন মুমিনুল হক ও লিটন দাস। তবে সাবেকদের অনেকেই ছিলেন ভার্চুয়ালি যুক্তএমন গুরুত্বপূর্ণ বৈঠকে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানরা কোনো নিমন্ত্রণ পাননি, এমন খবর শোনা যাচ্ছিল চারদিকেই। সে কারণেই প্রশ্নটা করেছিলেন বিসিবি পরিচালক ফাহিমকে। উত্তরে তিনি বললেন, ‘ডু ইউ হ্যাভ টু... এটা কি করতেই হবে? না, এই প্রশ্নটা কি করতেই হবে?’ এ সময় অনলাইনে যারা ছিলেন তাদের সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, হ্যাঁ। অর্থাৎ ছিলেন। জানা যায়, খালেদ মাসুদই ছিলেন অনলাইনে। পরে আবার প্রশ্ন করা হয়েছিল সাকিব কি ছিলেন! উত্তরে বললেন, ‘না’। কিছুক্ষণ চুপ থাকা নাজমুল আবেদীন এবার মেজাজ হারিয়ে বলে উঠলেন, ‘এনি মোর কোশ্চেন?... সাকিবের সম্পর্কে?’।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.