সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, সাবেক সাংগঠনিক আব্দুল আজিজ নয়ন, হাসানুর রহমান হাসান, যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি মো. তবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের নেতারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসংগত সব দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে।
এর আগে সোমবার সকালে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা। সকালে এ উপলক্ষে কলেজের শহীদ মিনার চত্বরে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমরান হোসেন প্রমুখসহ শিক্ষক ও ছাত্র অধিকার পরিষদের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.