• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]

‘স্যারকাণ্ডের’ সেই পুলিশ সুপার প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের আলোচিত ‘স্যারকাণ্ডের’ সেই পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।জানা গেছে, দুর্নীতি ও অনিয়মসহ নানা কারণে আ ফ ম আনোয়ার হোসেন যোগদানের পরই পরই আলোচনায় ছিলেন। এ ছাড়াও গত ৫ ফেব্রুয়ারি দৈনিক কালবেলায় তাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। স্যার না ডাকায় তিনি ক্ষুব্ধ হয়ে এক ছাত্র নেতার সঙ্গে অসদাচরণ করেছিলেন।

বিজ্ঞপ্তিতে এসপিকে প্রত্যাহারের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, সুনামগঞ্জের জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে আগামী মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ‘স্যার’ সম্বোধন না করায় উত্তেজিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে কালবেলার একটি সংবাদের প্রেক্ষিতে আলোচনায় এসেছিলেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন। ভাইরাল হওয়া ভিডিওতে এসপিকে বলতে শোনা গিয়েছিল ‘আজকে চাকরি ছাড়লে কাল নির্বাচন করতে পারব। বিএনপি থেকে নির্বাচন করলে এমপি হতো পারব।’ এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িলে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় তাকে নিয়ে।

এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ রয়েছে। ওসিদের পোস্টিং দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, বালু ও পাথর মহাল থেকে চাঁদা আদায়, অবৈধভাবে ভারত থেকে আসা পণ্যের সিন্ডিকেটের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় এবং মামলার দিয়ে ওপেন চাঁদা আদায় করছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮