• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
  • [কনভাটার]

ট্রাম্পের সহায়তা বন্ধে এইডস আক্রান্ত লাখ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ২৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করায় এইডস আক্রান্ত লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের এইডস কর্মসূচি (ইউএনএইডস)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের এইডস কর্মসূচি (ইউএনএইডস) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি।মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প প্রশাসন মিসর ও ইসরায়েল ছাড়া অন্যান্য দেশে সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধ করেছে। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর প্রথম দিনেই ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

এর ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন কোনো সাহায্য অনুমোদন দিচ্ছে না।

বিশেষ করে এইডস ত্রাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা (পিইপিএফএআর) আওতাধীন সমস্ত সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করা হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন পরে চিকিৎসা সহায়তা চালু রাখার ঘোষণা দেয়, তবে আফ্রিকান কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো কোনো সহায়তা পাচ্ছেন না।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সহায়তার মাধ্যমে বিশ্বব্যাপী ২ কোটি রোগী ও ২ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মী উপকৃত হতেন।

ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের ফাঁকে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা বলেন, ‘এটি অনেক দেশের জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র এইডস তহবিলের একটি বড় অংশ দিত। যদি এই সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে।’

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে এইডসে মৃত্যুর সংখ্যা দশগুণ বেড়ে ৬৩ লাখে পৌঁছাতে পারে। একই সময়ে নতুন করে আক্রান্ত হতে পারে প্রায় ৮৭ লাখ মানুষ।’

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সহায়তা বন্ধ থাকলে অনেক দেশেই এইডস চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে, যা বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট আরও ঘনীভূত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮