কুড়িগ্রামের রাজিবপুরে জামায়াতের অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় উপজেলা যুবলীগের সহসম্পাদক কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজিবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কামরুল হাসান কুড়িগ্রামের রাজিবপুর উপজেলাধীন কাছারি পাড়া এলাকার জয়নুল আবেদীনের ছেলে। রাজিবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চাঁদাবাজি, জামায়াতের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, ক্ষতি, চুরি, হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে গত ৫ ফেব্রুয়ারি উপজেলা জামায়াতের অফিস কার্যালয়ের অফিস সহায়ক আজহার আলী বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ওসি আমিনুল ইসলাম বলেন, এ মামলায় যুবলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।১৫০-২০০ জনের নামে রাজিবপুর থানায় মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.