• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]

নিউরোসায়েন্সেসের পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদের চুক্তি বাতিল

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) অ্যান্ড হাসপাতালের পরিচালক পদে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের নিয়োগের চুক্তি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম সই করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৮ জানুয়ারির প্রজ্ঞাপনমূলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে চিকিৎসকদের আন্দোলনের মুখে নিউরোসায়েন্সেস (নিন্স) অ্যান্ড হাসপাতালের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। তিনি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী শাসনামলে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলেও দফায় দফায় তাকে চুক্তিভিত্তিতে রাখা হয়।গত চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এ আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪০২ কক্ষে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণির কর্মচারী আউটসোর্সিংয়ের কর্মচারীরা চিকিৎসকদের অবরুদ্ধ করে হামলা চালায়। হামলায় ৩ চিকিৎসকসহ ১০ জন আহত হন।

হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন চিকিৎসকরা। পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমকে অপসারণ না করা হলে আরও বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮