• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]

ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে : হারুন

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৪ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজার মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন যাবত যে ফ্যাসিবাদী শাসন বিদ্যমান ছিল, গত জুলাই-আগস্ট আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে বিদায় করা যেত না। আজকে ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু, তাদের নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের কবর রচিত হয়েছে এবং তাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। বাংলাদেশের মাটিতে ঐ নৌকা আর কোনোদিন জেগে উঠবে না।’

বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে, সেটিকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আর কোনো বিতর্কের জন্ম দিয়েন না। স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে নাকি আগে নির্বাচন হবে, এসব বিতর্কের জন্ম না দিয়ে জাতির মধ্যে স্থিতিশীল ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করুন।

ইহুদি কর্তৃক ফিলিস্তিনিদের উপরে চালানো হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা রয়েছে উল্লেখ করে হারুন বলেন, ফিলিস্তিনের গাজায় ইহুদিরা যে হত্যাকাণ্ড চালাচ্ছে তার পেছনে আমেরিকার ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে। কিন্তু, যখন ফিলিস্তিনে ইহুদি কর্তৃক হত্যাযজ্ঞ চালানো হয়, জাতিসংঘে যখন এই আলোচনার প্রস্তাব নিয়ে আসা হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্ত অব্যাহত রাখে তাহলে সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো থেকে তারা বিচ্ছিন্ন হবে। তারা মুসলমানদের কাছে শত্রুতে পরিণত হবে।

গাজায় চালানো হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে। প্রবাসে আমাদের যেসব ভাইয়েরা রয়েছে, তারা যাতে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা করে। আমরা মুসলমানরা ভাই ভাই। আমাদের এই নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমানদের মধ্যে অনৈক্য রয়েছে। আমাদের ইসলামি সংস্থাও খুব দুর্বল অবস্থায় রয়েছে। ওআইসির প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে ফিলিস্তিনের হত্যাকাণ্ডের ব্যাপারে শক্ত অবস্থান নেয়।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮