বাগেরহাটের ফকিরহাটে মই থেকে পড়ে ফকির আছাদুর রহমান নামে এক সাবেক ছাত্রদল নেতা মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সাতশৈয়া গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ফকির আছাদুর রহমান উপজেলার সাতশৈয়া গ্রামের ফকির আলীর ছেলে। তিনি ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টার দিকে ঘরের পাশে রাখা বাঁশের মইয়ের সাহায্যে মুরগির ঘরের চালা দেখতে ওঠেন আছাদুর। তখন হঠাৎ পা পিছলে সেখান থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আছাদুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নোমান মাসুদ বলেন, ফকির আছাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.