ফেসবুকে এক পোস্টে তিনি জানান, আমি যখন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হই গোটা বাংলাজুড়ে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ উদ্বেল হয়ে স্লোগান তুলেছিল ‘রিকশা যাবে বিধানসভায়।’
বিধানসভার এ সদস্য বলেন, তারা সবাই জানত রিকশাচালক মনোরঞ্জন বেপারি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। তার গোটা জীবনটাই খেটে খাওয়া মানুষের লড়াইয়ের পিছনে ব্যয়িত হয়েছে। তাই বলাগড়ের মানুষ উজাড় করে আমাকে ভোট দিয়েছেন। আমি জয়ী হয়েছি।
তিনি উল্লেখ করেন, এক রিকশাচালক সম্মানীয় পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়ে বিধানসভায় তো এসেছে। কিন্তু সরাসরি রিকশা বিধানসভায় আসেনি। আসতে পারেনি। কারণ কলকাতা শহরে প্যাডেল রিকশা চলে না।
মনোরঞ্জন জানান, এবার বিধানসভা শুরু হওয়ার পর উদ্যোগ নিয়েছিলাম রিকশা চালিয়ে বিধানসভায় আসব। সাধারণ মানুষের সেই যে স্লোগান ‘রিকশা যাবে বিধানসভায়’ সেই কথাকে সত্যের পরিণত করতে অনেক ছোটাছুটি করে তার জন্য প্রয়োজনীয় সমস্ত বিভাগের অনুমতি নিয়েছি।
তিনি জানান, আজ আঠারোই ফেব্রুয়ারি ২০২৫ সাল খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে সত্যি সত্যি রিক্সা চালিয়ে বিধানসভায় যাচ্ছি। ঠিক বেলা সাড়ে নয়টায় বিধায়ক আবাস থেকে শুরু হবে আমার যাত্রা।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.