• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]

ফের ৪ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৬ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় ফের ৪ দিনের রিমান্ড মঞ্চুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে এদিন শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে প্রতিমন্ত্রী এনামুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।এরপর হৃদয় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৬ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে হৃদয় হত্যা মামলার এজাহারে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে ওইদিন সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যায় ৩৫ জন। প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশকে ঘিরে ফেলে।বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ (২২)। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যান তিনি।

পরে ৩০ আগস্ট সাভার মডেল থানায় হৃদয় আহমেদের বাবা রাজু আহমেদের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮