জোরান মিলানোভিচ ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনি শপথগ্রহণ করেন। খবর আনাদোলু এজেন্সির।
গত ডিসেম্বরে প্রথম দফায় মিলানোভিচ ৪৯.১% ভোট পেয়েছিলেন। দ্বিতীয় দফায় তিনি ৭৪%-এরও বেশি ভোট পেয়ে জয়ী হন।রাজধানী জাগরেবের রাষ্ট্রপতি প্রাসাদে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি, সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক ও বেসামরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যদিও সংসদের স্পিকার গর্ডান জান্দ্রোকোভিচ এবং প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ উভয়ই অনুপস্থিত ছিলেন।
মিলানোভিচ তার বক্তৃতায় নাগরিকদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বের উপর জোর দেন এবং অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় আইনি ও সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।মিলানোভিচ প্রবৃদ্ধি সত্ত্বেও চলমান অর্থনৈতিক সংগ্রামকে স্বীকৃতি দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিচার ব্যবস্থার উন্নতির গুরুত্বের উপর জোর দেন।
১৯৬৬ সালে জাগরেবে জন্মগ্রহণকারী মিলানোভিচ ২০০৮ সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) নেতা নির্বাচিত হন। এর আগে তিনি বিভিন্ন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে এসডিপি জাতীয় নির্বাচনে জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন। ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মিলানোভিচ। এরপর ২০১৯ সালে ফের রাজনীতিতে সক্রিয় হন এবং এসডিপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ইংরেজি, রাশিয়ান এবং ফরাসি ভাষায় কথা বলেন।
দেশটিতে গত বছরের ডিসেম্বরে প্রথম দফা এবং জানুয়ারিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এতে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিরোধীদের চমকে দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.