রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়ে চলে তিন ঘণ্টা।
অভিযানে র্যাব, পুলিশ ও দুদকের শতাধিক কর্মকর্তার অংশ নেওয়ার খবর পাওয়া গেছে।দুদকের সহকারী পরিচালক হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, বাড়িটিতে বৈদেশিক মুদ্রা রয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
তবে কী উদ্ধার করা হয়েছে বা কাউকে আটক করা হয়েছে কিনা- সে বিষয়ে কিছুই জানায়নি অভিযান পরিচালনাকারী দল।
মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি নৌকা প্রতীকে বেশ কয়েকবার জামালপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.