বিএনপি গত ১৭ বছর ধরে যা বলে আসছে, আজ তাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপি কখনো মিথ্যা কথা বলে না।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।ডা. জাহিদ বলেন, আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, তোমরা যা বলেছিলা সেটিই সত্য। আলজাজিরা যে নিউজ করেছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য। অর্থাৎ যা কিছু বিএনপি বলে তা সত্য। বিএনপি সত্যের উপর কথা বলে। সেটি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষা করার আর কিছুই থাকেনি। আজ সেটি প্রমাণিত।
ডা. জাহিদ আরও বলেন, স্বৈরাচারী হাসিনা বারবার বলতেন, উন্নয়নের জোয়ার বাইয়ে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। কিন্তু লাভের লাভ এটুকু হয়েছে- প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। হাসিনা মধ্যম আয় করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘাড়ের উপর ৫ হাজার ডলার করে ঋণ দিয়ে গেছে। দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। ভোটারবিহীন নির্বাচন হয় বলে ৮০-৯০ শতাংশ ভোট পড়েছে।নতুন দল করা পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে না : জয়নাল আবদীন ফারুক
তিনি বলেন, রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেল। কেউ জানে না। সাগর-রুনির প্রতিবেদন ১২০ বার পিছিয়েছে। আর এখন বেরিয়ে আসছে, তারা কেন খুন হয়েছে। তাদের হত্যা করা হয়েছে। কাদের বাঁচানোর জন্য? নিজে বাঁচার জন্য। আমরা এত দিন বলেছি। অনেক মানুষ বিশ্বাস করেছে, আবার অনেকেই করেনি। কিন্তু সত্যের যে ঘণ্টা সেটা তো বাজবেই। জাতিসংঘও তার প্রতিবেদনে আজ সেই কথা বলছে। আওয়ামী লীগ তো সেই দল যারা মায়ের পেটের শিশুকেও গুলি করে মেরেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা কারা ঘটিয়েছে, সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে কমিট গঠন করে দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, গঠিত কমিটি জানাবে কারা সেখানে ঘটনা ঘটিয়েছে। কারা আগে উসকানি দিয়েছিল। আমরা সেদিকে যেতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ঐক্য ও স্বৈরাচারের পতন চাই। আমরা প্রথম দিনই বলেছিলাম, যারা স্বৈরাচার তাদের বিচার করতে হবে। যাদের হাতে রক্ত আছে তাদের বিচার করতে হবে।
বিএনপির ওপর বারবার জুলুম-নির্যাতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভয় পাওয়ার কিছুই নেই। বিএনপি আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতার মাঝে কীভাবে সাঁতার কাটতে হয়, কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা জানে।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্বে করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, ইউরোপ ও যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.