হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বরসহ ২ ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের ছাবেদ আলীর ছেলে শাহ আলম (২৮), একই গ্রামের তানভীর সোয়েব (৩০)।
স্থানীয়রা জানান, নিহত শাহ আলমের বিয়ের দিন ধার্য ছিল আগামী শুক্রবার। বিয়ের বাজার শেষে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে শাহ আলম মারা যায়। গুরুতর আহত অবস্থা সোয়েবে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর রাত ৮টায় মারা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.