• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

মরুভূমিতে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, সৌদিতে বন্যা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ২৬ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ আশপাশের মরু অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কায় বন্যা সতর্কতা জারি করেছে সৌদি আরব। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা এবং মদিনা অঞ্চলে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাসের কারণে ধুলিঝড় ও বালুঝড় হতে পারে। মক্কার তায়েফ, ময়সান, আদহাম, আল আরদিয়াত, আল মুওয়াইহ, খুরমা, রানিয়াহ, তুরুবাহ, বাহরাহ, আল জুমুম, খুলাইস এবং আল কামিল অঞ্চলগুলোতেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ঝড়-বৃষ্টির পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক বজ্রপাতের সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স অথরিটি। দপ্তরটি জনগণকে আবহাওয়াসংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

অন্য একটি প্রতিবেদনে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জেদ্দা, শুয়াইবা এবং আল লিথ অঞ্চলে ৪০ থেকে ৪৯ কিমিমিটার বেগে বাতাস বইতে পারে। ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে। এতে করে সামুদ্রিক নৌচলাচল ব্যাহত করতে পারে। এসব অঞ্চলে মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এ সময়ে সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ করে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া বন্যা প্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮