• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ৩১ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মস্কো দাবি করেছে, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা তাদের জন্য একেবারেই অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

বৈঠকে রাশিয়া আশা প্রকাশ করেছে, যুদ্ধের কারণে আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল হতে পারে। এর পাশাপাশি, দুপক্ষ পরবর্তী সময়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তই যথেষ্ট নয়, তাদের ন্যাটোকে ২০০৮ সালের বুখারেস্ট প্রতিশ্রুতি পরিত্যাগ করতে হবে।

বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের কূটনৈতিক মিশন পুনর্বহাল এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে সম্মত হয়েছে দুই পক্ষ।

এই বৈঠকের পর মস্কো কিছু অগ্রগতি আশা করছে, যা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে বলে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর অর্থনৈতিক আলোচনার দায়িত্বে থাকা কিরিল দিমিত্রিয়েভ। সূত্র : রয়টার্স, এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮