• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

মোবাইলে দালাল নিয়ন্ত্রণ করেন বিআরটিএ’র অফিস সহকারী

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মোবাইলে দালালদের নিয়ন্ত্রণ করেন সাতক্ষীরা বিআরটিএ’র অফিস সহকারী সাইফুল ইসলাম। বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের এ তথ্য পান দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। অভিযানে আবুল হোসেন নামে এক দালালকে আটক করেন তার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালান দুদকের একটি দল।আটক আবুল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। তিনি পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন।

এরপর অভিযানে বিআরটিএ’র সহকারী পরিচালকের কার্যালয়ে গিয়ে জব্দ করা হয় অফিস সহকারী সাইফুল ইসলামের মোবাইল ফোন। সেখানে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের তথ্য পান দুদক সদস্যরা।

দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল হাসান শুভ জানান, অভিযোগ ছিল দালালের উপদ্রব ও মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি ছাড়া বেশি টাকা আদায় করা হয় এখানে। আমরা জানতে পেরেছি এর সঙ্গে বিআরটিএ কার্যালয়ের ভেতরের কিছু লোক জড়িত। অফিস সহকারী সাইফুল ইসলামের মোবাইল থেকে আমরা তথ্য পেয়েছি। সে টাকা নিচ্ছে তার প্রমাণও পেয়েছি। তার বিকাশ অ্যাকাউন্ট চেক করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে বিআরটিএ’র সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত অফিস সহকারী সাইফুল ইসলাম বলেন, দুদকের কর্মকর্তারা আমার ফোনে আমার পরিচিত কয়েক জনের লার্নারের ছবি পেয়েছে। তবে এসব বিষয়ে তারা আমার কোনো বক্তব্য নেননি।

সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কবির কালবেলাকে বলেন, দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান করেছে। একজন দালালকে আটক করেছে। এছাড়া দালালের সঙ্গে এক অফিস সহকারীর সংশ্লিষ্টতা পেয়েছে। এসব বিষয়ে দুদক আইনগতভাবে ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮