• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]

শিশু শিক্ষার্থীদের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে’

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

শিশু শিক্ষার্থীদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্যও।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর ২৯ নং ওয়ার্ডস্থ শেরে বাংলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।আবু নাসের বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশের হাল ধরবে। এজন্য প্রতিটি শিশুকে দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। গত ১৫ বছর দেশে আওয়ামী স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ছাত্রলীগের তাণ্ডবের কারণে হাজারও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। শিক্ষার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ভাবতে কষ্ট হয়, যে আমার দেশের ছেলেমেয়েদের বই তৈরি হয় অন্য দেশে। কারণ তখন নতজানু স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল।

তিনি আরও বলেন, তারা দেশের ছেলেমেয়েদের গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। শুধু তাই নয়, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও রাজনীতিবিদসহ সবাইকে হাসিনার রোষানলে পড়তে হয়েছিল। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি। কথা বললে, খুন, গুম ও নির্যাতন করা হয়েছে। হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মূল্য থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে যায়।

এসময় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও ৫ আগস্টে গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

শেরে বাংলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আরিফুর রহমানের (তুহিন) সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মনজুরুল হক জিসান, নগর মহিলা দলের নেত্রী অধ্যাপিকা ফারহানা তিথী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮