• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]

আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় বিজয়ী কালবেলার সুমন

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩০ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

রাশিয়ায় অনুষ্ঠিত অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতার ১০ম বার্ষিকী সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন চীন, ইকুয়েডর, ফ্রান্স, ভারত, ইরান, ইতালি, মেক্সিকো, পোল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সিরিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যসহ ৩৬টি দেশের ৫৫৭ জন প্রতিযোগী। তাদের পাঠানো দুই হাজারেরও বেশি ছবি পর্যালোচনা করে ১০টি দেশের ৩২ জন তরুণ আলোকচিত্রশিল্পীর কাজ নির্বাচিত হয়েছে।

বিজয়ীদের মধ্যে আছেন বাংলাদেশ, চীন, ভারত, ইতালি, মিয়ানমার, রাশিয়া, স্পেন, সিরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যের ফটোগ্রাফাররা। এদের মধ্যে প্রতিযোগিতায় খেলাধুলা ক্যাটাগরিতে প্রথম ও মাই প্ল্যানেট ক্যাটাগরিতে অনারেবল মেনশন হয়েছেন বাংলাদেশ থেকে চট্টগ্রামের ছেলে মোহাম্মদ সুমন। তিনি দৈনিক কালবেলা পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো অফিসে ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।রাশিয়া থেকে প্রতিযোগিতার প্রথম পুরস্কার দৈনিক কালবেলা, চট্টগ্রাম ব্যুরো অফিসে এসে পৌঁছেছে।

জানা যায়, ইউনেস্কোর জন্য রাশিয়ান ফেডারেশন কমিশনের পৃষ্ঠপোষকতায় রাশিয়া সেগোদনিয়া দ্বারা আয়োজিত অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতার লক্ষ্য হলো তরুণ ফটোগ্রাফারদের সমর্থন করা এবং আজকের ফটো সাংবাদিকতার চ্যালেঞ্জগুলোর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা। এটি তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। প্রতিযোগিতাটি তরুণ ফটো সাংবাদিকদের তাদের উদ্বেগ প্রকাশ করার সুযোগ দেয়। প্রতিযোগিতার মূল থিমগুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী মানবিক চ্যালেঞ্জ, জাতীয় পরিচয়, সামাজিক সমতা এবং পরিবেশ।রাশিয়ার রাজধানী মস্কোতে ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে এই কনটেস্টের ঘোষণা দেয় আন্দ্রেই স্টেনিন ফটো কনটেস্ট অর্গানাইজিং কমিটি। একই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ২৪ মার্চ ২০২৪ তারিখের মধ্যে ছবি পাঠাতে অনুরোধ জানানো হয়।

প্রথম পুরস্কার হাতে পেয়ে মোহাম্মদ সুমন বলেন, আন্তর্জাতিক আন্দ্রেই স্টেনিন প্রেস ফটো কনটেস্ট ২০২৪ এর ১০তম প্রতিযোগিতায় প্রথম হয়ে আমি আনন্দিত। আমার কলিগ, বন্ধুমহলও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি কৃতজ্ঞতা। এ কাজে উৎসাহ ও সাহস প্রদানকারী আমার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ।

কালবেলার চট্টগ্রাম ব্যুরো ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম বলেন, মোহাম্মদ সুমনের এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক কাতারে দৈনিক কালবেলা পত্রিকার নাম প্রকাশ পেল। যা আমার ও কালবেলা পরিবারের গর্ব। আমি মোহাম্মদ সুমনের উত্তরোত্তর কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮