গায়ের ওপর ঘুরে বেড়াচ্ছে বড় বড় সাপ। জড়িয়ে রয়েছে তরুণীকে। এমন পরিস্থিতিতে ভয় কিংবা আতঙ্কে চিৎকার করার কথা থাকলেও উল্টো সাপের আলিঙ্গন দারুণ উপভোগ করছেন তিনি। শিহরণ জাগানিয়া এমন মুহূর্ত চোখে ফুটে উঠেছে ওই তরুণীর। মূলত মন আর শরীরের ব্যথা দূর করতেই, ওই তরুণী এভাবে সাপের আলিঙ্গন উপভোগ করছেন।
হলুদ-কালো বাহারি রঙের সাপ। বড়সড়ো এমন দুটি সাপ এক তরুণীর গায়ে চড়ে বসেছে। না, তাকে কামড় দিচ্ছে না। আর সেই তরুণীও সাপের এমন সঙ্গ দারুণ উপভোগ করছেন। অভিনব এমন আলিঙ্গনের নাম দেওয়া হয়েছে স্নেক ম্যাসাজ। স্ট্রেস, ব্যথা বা ভয় দূর করতেই এই অভিনব ট্রিটমেন্ট করাচ্ছেন অনেকে।ফিলিপাইনের আকলান প্রদেশে অবস্থিত কালিবো অস্ট্রিচ ফার্মে গেলে মিলবে এই ব্যতিক্রমী স্নেক ম্যাসাজ। ভিডিও ফুটেজে দেখা যায়, অনন্য এই ট্রিটমেন্ট নিচ্ছেন দুজন নারী। তারা কাঠের তৈরি একটি খাটের ওপর শুয়ে রয়েছেন। আর তাদের গায়ের ওপর হিঁস হিঁস শব্দ করে ঘুরে বেড়াচ্ছে বার্মিজ ও আলবিনো পাইথন।
ম্যাসাজ নিতে আসা জেসিকার ভাষায়, এই অনুভূতি খুব দারুণ। এমনকি এই সাপগুলো নিজের শরীর থেকে সরাতেই চান না তিনি। সোশ্যাল মিডিয়া ও বন্ধু-বান্ধবের কল্যাণেই অভিনব এই চিকিৎসার কথা জানতে পেরেছেন জেসিকা। এরপরই ছুটে এসেছেন কালিবো অস্ট্রিচ ফার্মে। সাপের ঠান্ডা শরীর তার ওপর ঘুরে বেড়ালেও নাকি ভয়ের বদলে চাপমুক্ত হচ্ছেন তিনি।
চিকিৎসার জন্য এই ফার্মে এখন তিনটি বার্মিজ ও দুটি আলবিনো পাইথন রয়েছে। সাপের গা থেকে যেন কোনো বাজে গন্ধ না আসে, তাই ম্যাসাজের আগে সেগুলোকে ভালো করে ধোয়া হয়। আর সাপগুলো যে কারো ক্ষতি করবে না সেটিরও নিশ্চয়তা দিচ্ছেন ফার্মটির মালিক রামোন দিও। এই সাপগুলো পেলে-পুষে বড় করা হয়েছে বরে জানাচ্ছেন তিনি।
তারপরও এই স্নেক ম্যাসাজের পুরো বিষয়টা সাপ নিয়ে কাজ করা ব্যক্তিরা দেখভাল করে থাকেন। যে কেউ প্রতি আধা ঘণ্টার জন্য এই স্নেক ম্যাসাজ নিতে পারেবেন মাত্র ৩০০ ফিলিপাইন পেসো বা ৬০০ টাকার একটু বেশিতে। একবার যারা এই ম্যাসাজ নিয়েছেন, তারা আবারও এখানে আসেন বলেও দাবি করছেন রিও।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.