সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল রেলস্টেশনে ট্রেন থেকে নেমে কেনাকাটা করে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। এতে ওই যাত্রীর বাম হাত সম্পূর্ণ আলাদা হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী এ দুর্ঘটনায় পড়ে।আহত যাত্রীর নাম আমজাদ হোসেন, তিনি নওগাঁ জেলার আত্রাই থানার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামতৈল রেলস্টেশনে ট্রেন থামায় এক যাত্রী কিছু কিনতে প্লাটফর্মে নামেন। এসময় তার মোবাইলে কল আসে, তিনি কেনাকাটা না করেই ফোনে কথা বলতে বলতে ট্রেনে উঠতে যান। ট্রেন চলতে শুরু করলে হঠাৎ হাত ফসকে পড়ে গিয়ে বাম হাত কেটে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুল রহমান বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশনে বিকেল ৩টা ৪৮ মিনিটে আসে এবং স্টেশনে দুই মিনিট অবস্থান করে আবার ঢাকার দিকে চলতে শুরু করে এসময় এক যাত্রী প্লাটফর্মে নেমে কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। বিষয়টি আমরা ফায়ার সার্ভিস ও জিআরপি থানাকে জানিয়ে দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.