চারদিন ধরে ঘরে পানি নেই। এমনিতেই পানি পাই না, এতদিন যা আসত; এখন তাও বন্ধ। রান্নাবান্না তো দূরে থাক, ওয়াশরুমেও যাওয়া যাচ্ছে না। চারদিন ধরে গোসল করতে পারছি না। ৪০০ টাকায় এক ড্রাম পানি এনে কোনোমতে চলছি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের নয়াবাজার মৌসুমি এলাকার বাসিন্দা তাজমহল বেগম। ওয়াসার মূল সঞ্চালন পাইপলাইন ফেটে যাওয়ায় চারদিন ধরে পানি পাচ্ছেন না তিনি।আগ্রাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরহাদের অবস্থাও তাজমহল বেগমের মতো। গত চারদিন ধরে পানি না পেয়ে প্রতি ড্রাম ৫০০ টাকা করে কিনে দৈনন্দিন কাজ সারছেন তিনি।
শুধু তাজমহল বা ফরহাদ নন, এমন ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের অন্তত ৩০ এলাকার কয়েক হাজার বাসিন্দা। ফলে গভীর নলকূপের সন্ধানে ছুটতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। এক কলসি পানির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। আবার কেউবা ৩০০ থেকে ৫০০ টাকা দরে এক ড্রাম পানি কিনে কোনোমতে দৈনন্দিন কাজ সারছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.