• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]

ছাত্রদলের চার কেন্দ্রীয় নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

কক্সবাজার থেকে সাংগঠনিক কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় চার নেতা আহত হন। এদের মধ‍্যে তিনজন গুরুতর আহত হন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তানু, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ এবং মুন্সি মোহাম্মদ জসিম রানা।

মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন জানান, ১৯ তারিখ ফজরের আজানের সময় চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ছাত্রদল নেতাদের বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। গাড়ি উল্টে সড়ক বিভাজকের উপর পড়ে। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। গাড়ি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় নামাজ পড়তে যাওয়া একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও একজন ভ‍্যানচালক তাদের উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

পরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সহযোগিতায় বুধবার দুপুর একটার দিকে একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি আহত নেতাদের খোঁজ নেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮