দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে ড. মনসুর এ কথা বলেন।বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য তুলে ধরেন তিনি। এসময় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ব্যাংক আমানত কমে গেছে এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে।
ড. মনসুর বলেন, ‘ট্রেজারি বিল বন্ডের হার সাড়ে ১২ শতাংশ থেকে ১০ শতাংশের নিচে নেমে আসায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ কমে আসার ইঙ্গিত দেয়, যা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পথ প্রশস্ত করেছে।’
গভর্নর বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থান স্থিতিশীল অবস্থায় এসেছে। স্থিতিশীল বিনিময় হার এবং ব্যালেন্স অব পেমেন্টে উদ্বৃত্ত রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি ছাড়ে দেরি হলেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রয়েছে।
তিনি এটিকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবেও বর্ণনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.