ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ছয় মাস পূরণ হয় ফেব্রুয়ারির ৫ তারিখ। এ দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়। যার শিরোনাম ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।কনসার্টটি নিয়ে কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিলো। তবে দেশের বর্তমান নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপতত স্থগিত করা হয়েছে।
‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ শিরোনামের এ কনসার্ট প্রধান আকর্ষণ ছিল নগর বাউল জেমস। আরও পারফর্ম করার কথা ছিলো ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.