উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়ে রাজধানীররামপুরা থানায় মামলা দায়ের করেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এরপর থেকেই লাগাতার হুমকি পেয়ে চলেছেন। ভয়ে থাকা অভিনেত্রী প্রসঙ্গে মতামত জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত সম্মেলনে অভিনেত্রী নিঝুম বলেন, অনাকাঙ্ক্ষিত আচরণ করা উবার চালকের বিরুদ্ধে মামলা করার পর অপরাধী ২১ দিন জেলে থাকেন। ১৬ ফেব্রুয়ারি এ মামলার শুনানি ছিল। আমি আদালতে পৌঁছাতে পারিনি। কারণ উবার ড্রাইভার এসোসিয়েশন থেকে আমি লাগাতার হুমকি পাচ্ছি।
নিঝুম আরও বলেন, আমি বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছি। এদিকে আদালতে শুনানির দিন পৌঁছাতে না পারায় আসামির জামিন হয়েছে। আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্ট বক্সে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। সব মিলিয়ে এ মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
হতাশা প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, এ অনাকাঙ্খিত ঘটনা ঘটার পর উবার ড্রাইভার এসোসিয়েশনের পক্ষ থেকে কেউ আমার সঙ্গে দেখা করেননি। বরং তারা পুরো বিষয়টা না জেনে প্রেসক্লাবে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছেন। ওনাদের মতো করে আমাকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করছেন। এভাবে চলতে থাকলে আমি থানায় জিডি করতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
অভিনেত্রী নিঝুম প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব বলেন, নিঝুমের মামলাটি বিজ্ঞ আদালতে রয়েছে। এ মামলার বিচার চলাকালীন সময়ে নিঝুম নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা আমাদের শিল্পী সমিতিতে তিনি জানিয়েছেন।
ডি এ তায়েব আরও বলেন, কিছুদিন আগে তার গাড়ি ব্লক করে অজ্ঞাতরা। মোটরসাইকেলে চড়ে আসা অজ্ঞাতরা নিঝুমকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেন। এই যে হুমকি, মানসিক যন্ত্রণা, ভয় নিয়ে তার পথ চলতে হয় সেখান থেকে মুক্তি পেতেই সাংবাদিকদের সাহায্য চেয়েছেন নিঝুম। আমরাও তার পাশে আছি।