বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাত্র ৫-৭ দিনের মধ্যে প্রায় ১৫শ আল্লাহর মাখলুকাত মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল হাসিনার হাত। তাই ৫ আগস্ট আল্লাহর রহমতে বিজয় হয়েছে। কিন্তু বিজয় নিয়ে যদি অত্যাধিক আনন্দিত ও অহংকারী হও তবে আল্লাহ সে বিজয় বেশি দিন রাখবেন না।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামে তার জন্মস্থান নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, শেখ হাসিনা আল্লাহর চেয়েও বড় অহংকারী হয়েছিল। আল্লাহ হাসিনাকে ক্ষমতা দিয়েছিল কিন্তু হাসিনা অহংকার করেছিল। সে কারণেই আল্লাহ তায়ালা হাসিনার পতন ঘটিয়েছে। হাসিনা অহংকার করে বলেছিল হাসিনা পালায় না কিন্তু হাসিনাকে পালাতে বাধ্য হয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নেতাকর্মীদের বুঝতে হবে কখনো অহংকার করা যাবে না। বিজয় হয়েছে বলে অহংকার করে জনগণ কষ্ট পায় এমন কাজ করা যাবে না। তিনি বলেন, ১৬ বছর যাবত আমরা বিএনপি নেতাকর্মীরা মজলুম ছিলাম। আমাদের আওয়ামী লীগ চরমভাবে নির্যাতন করেছে। বারবার নেতাকর্মীরা জেলে গেছে। আমাকেও জেল দেওয়া হয়েছিল। কিন্তু হাসিনার জেলে আমাকে স্থান দিতে পারে নাই।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ। মতবিনিময় সভায় শিয়ালকোল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.